আন্তর্জাতিক ডেস্ক: চীনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসে হানা দেয়া শুরু করেছে। রোববার নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) তাদের ওয়েবসাইটে এ কথা জানায়।
এনএইচসি জানায়, শনিবার গভীর রাতে রেকর্ড করা নতুন শনাক্ত হওয়া পাঁচজন বিদেশ থেকে আগত ব্যক্তি। এছাড়া স্থানীয়ভাবে সংক্রামিত একজন ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান প্রদেশের বাসিন্দা।
গত বছরের শেষ দিকে চীনে (করোনা) ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে। তবে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃতের সংখ্যা ৪৬৩৪ জন। খবর২৪ঘন্টা /এবি