খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিশ্বের আর সব দেশের মতো চীনে গুগলে সার্চ করা যায় না। শুধু গুগল কেন, ফেসবুক, ইউটিউব, স্কাইপে সবই নিষিদ্ধ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে। এবার এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র খুলতে সে চীনকেই বেছে নিল গুগল। বুধবার এ খবর প্রকাশ করেছে।
লন্ডন ও নিউ ইয়র্কে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র রয়েছে। চীনে গুগলের গবেষণা কেন্দ্রে স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে বলে জানানো হয়েছে। চীনও গুগলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। কারণ এ বিষয়ে তারা আমেরিকার সমকক্ষ হওয়ার চেষ্টা চালাচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ