বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা সহ সারা দেশ ব্যাপী চিনির সাথে মিশানো হচ্ছে রাসায়নিক সার সালফার। খোঁজ নিয়ে জানা গেছে, রাসায়নিক সার সালফারের সাথে মিশানো হচ্ছে চিনি। বর্তমানে বাজারে চিনি বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা। আর সালফার বিক্রয় হচ্ছে ১৬ টাকা কেজি।
সালফার সার মূলত দেখতে চিনির মতোই মনে হয়। ফলে এক শ্রেণীর আমদানী কারক অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে জনস্বাস্থ্যের বিষয়টি চিন্তা না করে তাদের অসাধু ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারী ভাবে কোন তদারকি না থাকায় দিনের পর দিন তাদের ব্যবসা চালিয়ে গেলেও এদিকে কারো নজর নেই। রাসায়নিক সার সালফার কৃষকরা ফসলের অধিক উৎপাদনের জন্য ব্যবহার করে থাকে। কিন্তু সালফারের দাম কম ও চিনির দাম বেশি থাকায় ব্যবসায়ীরা অধিক লাভের আশায় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেজ্ঞদের মতে সালফার মিশানো চিনি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে।
ক্যান্সার, ডায়বেটিকস, হার্ড, লিভার সিরোসিস, রক্তসল্পতা, গর্ভপাত, চর্মরোগ, গ্যাস্টিক, চোখের জ্যোতি কমে যাওয়াসহ নানা রকম জটিল রোগের সৃষ্টি হচ্ছে। এব্যাপারে বিশেজ্ঞদের অভিমত হলো আমদানীকৃত চিনি যে সকল কোম্পানী বাজারজাত করছে সরকারী ল্যাব-এ জরুরি ভিত্তি পরীক্ষা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এখনই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।