নাটোর প্রতিনিধি: নাটোর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিট্রেট যারা ভ্র্যম্যমান আদালত পরিচালনা করবে ও চিকিৎসকদের জন্য ১২০পিস ব্যক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিইউ) নাটোরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের হাতে হস্তান্তর করা হয়। সোমবার বিকালে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানের হাতে এই পোষকাগুলো তুলে দেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মেদ , নাটোর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন, নারী সদস্য শেফালী আকতার বিজলী ও জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকতা আলাউদ্দিন সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কমারীগণ। জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য জেলা পরিষদের তহবিল থেকে এই পোষাকগুলো দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে যারা ভ্র্যম্যমান আদালত পরিচালনা করবে তাদের সুরক্ষার জন্য এই নিরাপত্তা পোশাক দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/নই