নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৯৪০ পিস ইয়াবাসহ পাঞ্জাতুন ওরফে পাঞ্জা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত আফাজের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুরীয়া গ্রামস্থ পাকা সড়কে আমিনুলের জমি সংলগ্ন
কালভার্টের উপর একজন ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আর/এস