নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলার চারঘাট থানায় র্যাবের মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ হাজার লিটার দেশি মদ ধ্বংস করা হয়েছে ও ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৫ জানায়, র্যাব-৫ রাজশাহীর একটি দল চারঘাট থানায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দের পর ধ্বংস করা হয়। এ ছাড়া ৬ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।