রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ রবিউল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর চারঘাট উপজেলার রাওতা দারিপাড়া গ্রামের হান্নান আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন অনুপমপুর (স্কুলপাড়া) গ্রামস্থ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিলসহ রবিউলকে আটক করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করে বলে স্বীকার করে।
এস/আর