রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে র্যাব-৫। আটকরা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের মৃত রাহেদ মিয়ার ছেলে শাহাদৎ ইসলাম (৩৮) ও সাহাজ আলী (৩২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর জেলার চারঘাট থানাধীন মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাদৎ ইসলাম ও সাহাজকে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর