চারঘাটে ২০২২-২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য চারঘাট অধিদপ্তর বাস্তবায়নে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারদা পুলিশ একাডেমী, উপজেলা পরিষদ,কাকঁরামারি বিল, হলিদাগাছি আবাসন-১,২,শলুয়াদহ ,বুড়িমারা ধরমান্ধা বিলসহ ৭টি জলাভুমি/প্রাতিষ্ঠানিক জলাশয়,বর্ষা প্লাবিত/ধানক্ষেত/প্লাবনভুমিতে সরবরাহকৃত পাচশ তিন কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ,শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ইউপি সদস্য মকলেছুর রহমান বাচ্চু ও ঠিকাদার আজিম উদ্দিন প্রমুখ।
বিএ/