রাজশাহীর চারঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী- ৬ (চারঘাট-বাঘা) আসন এর সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সনি আজাদ এর সঞ্চালনায় ও নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, রাজশাহী জেলা আ.লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা ভীষণ জরুরী। চারঘটের সকল সাংবাদিকদের একসাথে দেখে সবার মত আমিও অনেক খুশি হয়েছি। সাংবাদিকদের আগামীর পথচলা অনেক সুন্দর হোক এই কামনা করি। মত বিনিময় শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
বিএ…