1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

চারঘাটে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চেক প্রতারনা ও ৫টি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামী সজল সাহাকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে চারঘাট সার্কেল প্রণব কুমার ও অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় এসআই সুজন,এসআই আমানউল্লাহ, এএসআই মামুন-১,আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে নঁওগা জেলার সদর থানার রাজ হোটেলের সামনে থেকে শলুয়া ইউনিয়নের হলিদাগাছি রেলগেট এলাকার কার্তিক সাহার ছেলে সজলকে আটক করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্ন গোপন করে আসছিলেন।

তার নামে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মডেল থানায় ৫টি সাজাপ্রাপ্ত সিআর এবং বিভিন্ন মামলাসহ ১০টি ওয়ারেন্টভুক্ত আসামী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওৎ পেতে থাকেন। পরে সে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় তাকে আটক করা হয়।

আটককৃত হলেন উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রামের কার্তিক সাহার ছেলে সজল সাহা (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, ১০টি ওয়ারেন্টে পাঁচটি বিজ্ঞ আদালতের বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত রায় প্রদানসহ কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড। সিআর মামলার পলাতক আসামী সজলকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST