নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৮৯০ পিস ইয়াবাসহ রুবেল আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাশুন্দিয়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেলকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আর/এস