বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে আম গাছ থেকে পড়ে রেজ্জাক মন্ডল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার নানার মোড় নামকস্থানে আম পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের ময়েজ মন্ডলের ছেলে রেজ্জাক মন্ডল ভায়ালক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল
হোসেনের আম পাড়া শ্রমিকের কাজে যায়। কাজে গিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নানার মোড় এলাকায় আম পাড়তে গাছে উঠে। এ সময় পা ফঁসকে মাটিতে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। কোন অভিযোগ পায়নি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন