চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট প্রেসক্লাব শাখার পূনঃ কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৫ই জানুয়ারী তারিখে সোমবার বিকেল ৫টায় চারঘাট প্রেসক্লাব কার্য্যালয়ে প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক সাধারন সভায় উক্ত কমিটি পূনঃ গঠন করা হয়। সবার সম্মতিক্রমে কমিটির সভাপতি হিসাবে দৈনিক ইত্তেফাক চারঘাট প্রতিনিধি ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক পূনঃ নির্বাচিত হন। উক্ত কমিটিতে সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন দৈনিক সোনার দেশ,যায়যায়দিন চারঘাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুকে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা ।
অন্যাদের মধ্যে হলেন ইসরাইল হোসেন সহ-সভাপতি দৈনিক রাজবার্তা, ওবাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দৈনিক,ভোরের কাগজ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,দৈনিক নবচেতনা, অর্থ সম্পাদক মিঠু রানা আমাদের সময়,দপ্তর সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু,ভোরের দর্পন, প্রচার সম্পাদক আতিকুর রহমান আশা ভোরের ডাক, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ, খোরসেদ আলম লালগোলাপ, সদস্য আব্দুল মতিন আলোকিত সময় ও ফটোসাংবাদিক দোয়েল হোসেন,দৈনিক সোনার দেশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ