চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট পৌর সচিব মোহাম্মদ রবিউল হক ও প্রকৌশলী রেজাউল করিম ১০ দিনের সফর হিসাবে তৃতীয় নগরপরিচালন ও অবকাঠমো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিপি-৩) প্রকল্পের আওতায় স্ট্যাডি টুর হিসাবে ৩১টি পৌরসভার মধ্যে থাইল্যান্ড গমন করবেন চারঘাট পৌর সভার দুই কর্মকর্তা। গতকাল রবিবার সকালে অফিস সূত্রে জানান, আগামী ২২ জানুয়ারী সোমবার রাত ১২.৪০ মিনিটে ঢাকা আর্ন্তজাতিক শাহাজালাল ফ্লাইট যোগে রওনা হন। প্রথমে থাইল্যান্ড ও পরে ফিলিপাইন দুই দেশের স্থানীয় সরকার কিভাবে অবকাঠমো উন্নতিকরণ পরিচালন করে সরেজমিনে দেখার জন্য এ ১০দিন সফর। এদিকে চারঘাট পৌর সচিব মোহাম্মদ রবিউল হক এবং ও প্রকৌশলী রেজাউল করিম চারঘাট পৌরবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ