পাবনা ব্যুরো: পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মনোরঞ্জন সরকার (৪৮) এর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন সরকার উপজেলার গুনাইগাছা হাটপাড়া গ্রামের মৃত মন্মথ সরকারের ছেলে। তিনি ছাইকোলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম জানান, মনোরঞ্জন সরকারের বাড়ির আইপিএস নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সেই নষ্ট আইপিএস মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত আকস্মিকভাবে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই