বৃহস্পতিবার (২১জানুযারি) ভোর সাড়ে ৬ দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিটন সরকার এক সন্তানের জনক এবং পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। তারা সড়কের ওয়াবদা বিভাগের জায়গায় কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও’র রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তখন নিহতের স্ত্রী ও ছোট্ট ছেলে ঘরের বাহিরে থাকায় অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে। ধারনা করা হচ্ছে, ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন ছিল।
খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
জেএন