খবর ২৪ ঘন্টা নিউজ ডেস্ক: আজ রোববার থেকে বিভিন্ন গার্মেন্টস ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি শেষ হচ্ছে। তবে রোববার থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফায় সরকারি ছুটি শুরু হচ্ছে। কিন্তু সরকারী এই ছুটির নির্দেশ অমান্য করে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুলছে কাল। সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই হেঁটেই শনিবার ঢাকায় ফিরতে দেখা গেছে ঘরমুখো মানুষদের।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মানুষ আবারও ঢাকার দিকে ফিরতে শুরু করেছেন। শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। শনিবার সকালেও একই চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানায়, যানবাহন চলাচল বন্ধ জেনেও ঢাকামুখী মানুষের ঢল থেমে নেই। কিছু না পেয়ে পায়ে হেঁটেই রওনা দেন অনেকে। তারা বলছেন, অফিস খোলা। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়েই ছুটছেন তারা। ময়মনসিংহ থেকে ঢাকামুখী মহাসড়কে এখন অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান আর ট্রাকভর্তি শুধু মানুষ আর মানুষ। এমন চিত্র দেখা যায় ঈদের সময়। এই যাত্রীদের গন্তব্য গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে। বিশেষ করে তাদের অধিকাংশই গার্মেন্টস সেক্টরের কর্মী। এই সময়ে প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের হতে মানা করা হয়েছে, তারপরও কেন তারা বের হয়েছেন। জানতে চাইলে কয়েকজন বলেন, তারা নিরুপায়। পেটের দায়েই বের হতে হয়েছে তাদের। ভাবতে হচ্ছে পরিবারের ভবিষ্যতের কথা।
গতকালের মতো ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড়, বলাশপুর ও মাসকান্দা বাইপাস এলাকায় প্রচুর মানুষ। তারা সবাই কর্মস্থলে ফিরছেন। অনেকে কয়েক কিলোমিটার হেঁটেছেন, কিন্তু বাস পাননি। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন মালবাহী ট্রাক, অটোরিকশা, পিকআপভ্যানে করে। চোখেমুখে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের পাশাপাশি যোগ হয়েছে কাজ হারানোর ভয়ও।
খবর ২৪ ঘন্টা/ বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।