নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার সকাল ১০ টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে রাবি,চবি,রুয়েট,রাজশাহী কলেজসহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে ষোষণা করেছেন। দেশের উচ্চশিক্ষিত তরুন-তরুনীদের পিছিয়ে রেখে দেশ কখনও সামনের দিকে এগোতে পারেনা। তাই আমরা চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানাই।
khobor24ghonta.com
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি এরশাদ আলী বলেন, বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকাকালীন অবস্থায় জাতীয় সংসদে চারকরীতে আবেদনের বয়সসীমা সাধারণদের ৩৫ বছরে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু দীর্ঘ ছয় বছরে দাবিটি বাস্তবায়িত হয়নি যা খুবই দু:খজনক। একজন মানুষের বয়সসীমা তার যোগ্যতার মাপকাঠি হতে পারেনা। যোগ্যতা নিরুপনের জন্য পরীক্ষা আছে। তাই চাকরিতে নিয়োগ হওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে বয়সের ভিত্তিতে নয়। বয়সের সীমাবদ্ধতা একজন নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলে চাকরিতে বয়সসীমা এখনোও অপরিবর্তিত রয়ে গেছে। সরকারী নিয়ম অনুসরণ করার ফলে বেসরকারি ব্যাংকসহবহুজাতিক কোম্পানী গুলোও ৩০ বছরের উর্ধ্বে নিয়োগ দেয়না।যার ফলে বেরসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য চাকরিদেত বয়স সীমা অবশ্যই ৩৫ বছর করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে অনুসরন করেই শিক্ষা, চিকিৎসা,কৃষি,তথ্যপ্রযুক্তি, জনসংখ্য নিয়ন্ত্রন প্রভৃতি ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি।
মানববন্ধন থেকে আগামি ৩১ মার্চ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে ঢাকার শাহাবাগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।