বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় চাকরিজীবী ছেলের ভিখারিনী সেই মাকে তার ৫ ছেলের দায়িত্বে দেওয়ার পর এবার নিজেই পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। মায়ের সাংসারিক সব খরচ চালাতে তারই ছোট ছেলে সাইফুল ইসলামকে দেওয়া হলো একটি ভ্যান। ভ্যান চালিয়ে উপার্জিত অর্থে নিজের খরচের পাশাপাশি মায়ের সব ধরনের খরচ চালাবেন সাইফুল। গতকাল দুপুরে উপজেলা চত্ত্বরে ভ্যান গাড়িটি নিজ হাতে সাইফুলের হাতে তুলে দেন ইউএনও। এসময় সেখানে ছিলেন প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুুরুল আলম মাসুম প্রমুখ।
উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া গ্রামের চাকরিজীবী ছেলের সেই ভিখারীনি মায়ের নাম নসরান ওরফে নতিজান বেওয়া (৬০)। ভিক্ষাবৃত্তি করে ছেলের পড়া লেখার খরচ চালিয়েছেন মা, সেই ছেলে কমিউনিটি ক্লিনিকে চাকরি পেয়েছেন আর ছেলের বউ স্থানীয় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের সদস্য। মায়ের ৫ ছেলে ও এক মেয়ের মধ্যে অন্য ছেলেরা করেন কৃষিকাজ। তারা কেউ তার বৃদ্ধ মাকে দেখা শুনা করেননা। ভিক্ষা করেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মা। ২৭ মে সেই মায়ের ভিক্ষাবৃত্তির করুন কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গনমাধ্যমে এ খবর প্রকাশ পায়। এরপর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ২৮ মে সোমবার দুপুরে নতিজানের বাড়িতে গিয়ে ইউএনও নাসরিন বানু তার ৫ ছেলের ওপর মাকে দেখাশুনার ও ভরন পোষনের দায়িত্ব দেন। সবশেষে গতকাল মাকে দেখাশুনা করার জন্য ছোট ছেলে সাইফুলকে ভ্যান কিনে দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।