চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ধনাঢ্য ব্যবসায়ী মহানন্দা সেতুর ইজারাদার ও হাম্মদ অ্যান্ড সোন্স এর মালিক মো.হাম্মাদ আলীর দুই ছেলে হাসনাত আলী (৩০) ও তাসেম আলীসহ আট জনকে মাদকসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃত অন্যরা হলেন- কলোনী পাড়ার মৃত মুনসুর আলীর ছেলে সেরাজুল ইসলাম (৩২), আরামবাগের শওকত হোসেনের ছেলে মনির হোসেন বকুল (৩০), মসজিদ পাড়ার আহমদ আলীর ছেলে সাহাবুদ্দীন (২৮), আরামবাগের মৃত মনসুরের ছেলে নবাব (৩০), একি এলাকার ফুলচানের ছেলে আবু বক্কর (৩০) ও কল্যানপুরের মৃত খাস মোহাম্মদের ছেলে রাকিবুল ইসলাম (৩৫)।
রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের বড় ইদারা মোড়ের হোটেল জমজম ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে জানান,মাদক বিরোধী অভিযানে রোববার দিবাগ রাতে মাদক সেবনের অপরাধে ৮ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ