চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কোম্পানী,ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তসিকুল ইসলাম অমি নামে এক প্রতারক কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর-পাঠানপাড়ার মৃত আবুল কালামের ছেলে ও মেসার্স আবুল কালাম বিশ্বাস এর মালিক। সদর মডেল থানার একটি মামলা থেকে জানা যায়,ব্যবসায়ী তসিকুল ইসলাম অমি একজন কীটনাশক ব্যবসায়ী। তিনি রাজশাহীর সেতু কর্পোরেশন ও অরণী ইন্টারন্যাশন্যাল লিমিটেডের সাথে প্রতারণা করে ৩৭ লাখ ১১ হাজার ৫শ ৮০ টাকা আত্মসাৎ করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম,বাবু পোল্ট্রি ফিড,মিম ট্রেডার্স,তাজ ইলেকট্রনিক্স,আবদুর রহিম,খান মেশিনারীজ,আবদুস সবুরসহ আরো বেশ কিছু লোকজনের সঙ্গে প্রতারণা করে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেন বলেন তারা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু আবদুল্লাহ জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে রাজশাহী থেকে আটক করা হয়। এর পর সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ