চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে সোমবার সকালে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক মো. আলম (৪২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, মাদক ও জাল রুপি লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে নরেন্দ্রপুর মোন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমকে আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। আটক হেরোইনের মূল্য এক কোটি টাকা বলে জানায় ওই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ