চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় দেশীয় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাবিলদার আশরাফ আলীর নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল উপজেলার খাসেরহাট বাজারের একটি বাড়ির পিছনে বাগানে কালো প্লাস্টিকের মধ্যে লুকানো অবস্থায় দেশীয় তৈরি দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত
পিস্তল ও গুলি শিবগঞ্জ থানায় জমা ও মামলা দায়ের হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই