চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে এক বখাটের হামলায় স্কুলছাত্রী সাথী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং বখাটের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বেগম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। পরে বখাটে মনিরুলের দ্রুত বিচার আইনে বিচার এবং আগামীতে নিরাপদে স্কুলছাত্রীদের বিদ্যালয়ে যাবার সুব্যবস্থার দাবী জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য গত ১৪ মার্চ সকালে স্কুল যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর বাক্সপট্রি এলাকায় বখাটে মনিরুলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাথী খাতুন। ওইদিনই পুলিশের হাতে গ্রেফতার হয় মনিরুল।
খবর২৪ঘণ্টা.কম/রখ