চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো খবর ২৪ ঘণ্টা.কম: চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও সদর উপজেলার মহারাজপুর বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩হাজার ৫’টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারি পরিচালক জহিরুল ইসলাম জানান, সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও সদর উপজেলার মহারাজপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম তার সাথে ছিলেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আব্দুল কাইয়ুম মিষ্টান্ন ভান্ডারকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকায়ে প্রদর্শন না করার অপরাধে ও প্রতিশ্রুতিবদ্ধ পণ্য বিক্রয় না করার অপরাধে ৪ হাজার টাকা, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকায়ে প্রদর্শন না করার অপরাধে সোমাইয়া স্টোরকে ৩ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে নজরুল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে রিপন ফার্মেসিকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকায়ে প্রদর্শন না করার অপরাধে আরমান ফল ঘরকে ১হাজার ৫’শত টাকা এবং হোটেল নিউ গ্রিনকে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার ৫’শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নিরাপত্তা বিধানে সদর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিলো।
খবর২৪ঘণ্টা.কম/নজ