চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ২ নেতাসহ যুবদলের এক সদস্যকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জেলা বিএনপি সহ-সভাপতি মোবিনুর রহমান মিয়া, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি এবং জেলা যুবদল সদস্য ইসমাইল হোসেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগ মহল্লার বাড়ি থেকে মোবিনুর রহমানকে এবং আমিনুল ইসলাম মতিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় গ্রেফতার ৩ জনসহ পলাতক ১২ জন ও অজ্ঞাতানা আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ