চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামে বজ্রপাতে মুনিব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা জামরুল ইসলাম ও মা মুক্তারা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। এসময় তারা নিজ বাড়ির পেছনে একটি আম বাগানে পাতা কুড়াতে যান। হঠাৎ বজ্রাঘাতে মুনিব ঘটনাস্থলে মারা যায় এবং তারা বাবা মা অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বাবা ও মাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রহমান জানান, আহত দম্পতির অবস্থা তেমন গুরুতর নয়। তাদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ দাফন ও আহতদের চিকিৎসায় আর্থিক অনুদান দেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।