চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাচোল-আড্ডা সড়কের ভেরিন্ডিবাজার নামক স্থানে বিআরটিসি বাসের সাথে লোকাল একটি বাসের মুখিমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৫০জন আহত হন। আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে নাচোল থানা পুলিশ ও গোমস্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এই ঘটনায় ১০জনের অবস্থা আশঙ্কাজনক।
খবর২৪ঘণ্টা.কম/নজ