চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিভাবকের উপর অভিমান করে সুমিয়ারা খাতুন সুমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে সুমিয়ারা তার শয়নকক্ষে শিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার নানী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে সুমিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সুমি নাচোল উপজেলার ফতেপুর ইউপির সানপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
নাচোল থানা পুলিশ লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ