নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মেশবাহুল হক ফারুক মাষ্টার (৪৫) নামে এক হাজতি অতিরিক্ত গরমে মারা গেছেন। মেশবাহুল হক ফারুক মাষ্টার হচ্ছেন শহরের আলীনগর ভুতপুকুর মহল্লার মৃত ময়েজ উদ্দিন কালু মাষ্টারের ছেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে মেশবাহুল হক ফারুক মাষ্টারসহ ৬জনকে গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। জেল সুপার মো. সফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।