নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও এমপি জনপ্রিয় নেতা ব্যারিষ্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ রবিবার সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি হাসপতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে তানোর-গোদাগাড়ী আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। ক্যান্সার হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের চিকিৎসকরা অপারগতা প্রকাশ করে
তাকে ঢাকায় ফেরত পাঠান। এরপর থেকে তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির বর্ষিয়ান এই নেতা নিজ এলাকা তানোর-গোদাগাড়ীতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। জনপ্রিয়তার কারণে তিন তিনবার এমপি নির্বাচিত হয়ে সংস্থাপন প্রতিমন্ত্রী ও একবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ব্যারিষ্টার ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর তার দল বিএনপি ক্ষমতায় না আসলেও তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে ভোট করে পুনরায় এমপি নির্বাচিত হন তিনি। এমপি নির্বাচিত হয়ে তিনি সেবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তত্ববধায়ক সরকার ক্ষমতায় আসলে তিনি দেশের বাইরে চলে যান। এ কারণে ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন তিনি করতে পারেননি। ২০০৮ সালে তার ভাই সাবেক আইজিপি এনামুল হক জাতীয় সংসদ পদে ভোট করেন। তার ভাই বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর কাছে ১৭ হাজার ভোটে পরাজিত হন। ২০১৪ সালের সংসদ নির্বাচন বর্জন করায় তিনি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। প্রথমে তার মনোনয়ন বাতিল হলেও আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে ভোট করেন। এ ভোটে তিনি ওমর ফারুক চৌধুরীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। এদিকে, ব্যারিষ্টার আমিনুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। আগামীকাল সোমবার রাজশাহীতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারেও বলে তিনি জানান।
খবর২৪ঘণ্টা, জেএন