খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ছাত্রীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক দুই শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমান।
আজ বুধবার সকালে হলের প্রভোস্ট আবুল কাসেম তাদের পদত্যাগপত্র হাতে পান বলে জানান।
আবাসিক হলে নানা অনিয়ম, ছাত্রীদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে হাউস টিউটর রুনা সাহা ও জিয়াউর রহমানের পদত্যাগ দাবি করে টানা তিনদিন ধরে হলগেটে তালা লাগিয়ে দেয় বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। এছাড়াও গত রবিবার হলে অবস্থানরতরা প্রভোস্ট ড. আবুল কাসেমকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে সহকারী প্রক্টর লিটন মিত্রের উপস্থিতিতে সমস্যা সমাধানের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে তালা খুলে দেন ছাত্রীরা।
পরের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৮টায় আবাসিক শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমানের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা ওই আবাসিক শিক্ষকের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানও দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে আজ ওই দুই শিক্ষক পদত্যাগপত্র জমা দিলেন।
দুই শিক্ষকের পদত্যাগের ব্যাপারে প্রভোস্ট প্রফেসর ড. মো. আবুল কাসেম বলেন, ‘হলের আবাসিক শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমান তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে অফিসিয়াল সিদ্ধান্ত নেবো।
খবর২৪ঘণ্টা.কম/রখ