খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে৷ এদিন সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৭টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র গ্রহণ৷ সময়ের হিসাবে চাঁদের গ্রহণ চলবে ৭৬ মিনিট৷ সন্ধ্যা থেকেই এই অনবদ্য দৃশ্য দেখার সুযোগ মিলবে৷
হিন্দুরা অবশ্য গ্রহণের সময় বেশ কিছু নিয়ম নীতি মেনে চলেন৷ যেমন গ্রহণের সময় রান্না করেন না৷ গর্ভবতী মহিলাদের অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়৷ অনেকে এই সব নিয়ম নীতিকে কুসংস্কার বলে মনে করেন৷ তাদের মতে গ্রহণের সঙ্গে এই সবের সম্পর্ক কি? অনেকে এই সবের পিছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পান৷ তবুও বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদুর৷
খবর২৪ঘণ্টা.কম/রখ