খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আবারও ক্রেমলিনের দণ্ডমুণ্ডের কর্তা হতে চলেছেন ভ্লাদিমির পুতিন৷ অপেক্ষা শুধু সময়ের৷ জিতে এলে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত৷ পুতিনের জেতা নিয়ে কোনও সংশয় নেই সেদেশের সংবাদমাধ্যমের৷ তাই রবিবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের বিশেষ মাথাব্যথা নেই৷ কারণ সমীক্ষা থেকে শুরু করে আম জনতা কারোর মনে পুতিনের জেতা নিয়ে কোনও সন্দেহ নেই৷
তা যদি হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে এটা হবে পুতিনের চতুর্থ মেয়াদ। তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০০০ সালে। তখন রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ ছিল চার বছরের। প্রথম মেয়াদ শেষে ২০০৪ সালের নির্বাচনে তিনি আবার প্রেসিডেন্ট হন।
রাশিয়ার সংবিধানের নিয়ম অনেকটা আমেরিকার মতো৷ তা হল, কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সেই হিসাবে ২০০৮ সাল ছিল পুতিনের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় শেষ মেয়াদ৷ উচ্চাকাঙ্খী পুতিনকে সক্রিয় রাজনীতি থেকে বেশিদিন দুরে রাখা যায়নি৷
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলান তিনি৷ ওই বছরই প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হন পুতিন৷ ততদিনে রাশিয়ার সংবিধান সংশোধন করিয়ে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে ছয় বছর করা হয়ে গিয়েছে৷ সেই নিয়মে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত হল পুতিনের৷
রাশিয়ার বেশ কিছু প্রত্যন্তর এলাকায় ইতিমধ্যে ভোটিং শুরু হয়ে গিয়েছে৷ ট্রেন্ড বলছে এবারের নির্বাচনে ৬৩-৬৭ শতাংশ ভোট পড়তে পারে৷ রাশিয়ার রাজনীতিতে পুতিনের বিকল্প কোন নেতাই আর উঠে আসতে পারেননি৷ কারণ তিনিই রুশ শাসন ব্যবস্থার সমার্থক হয়ে উঠেছে৷
রাশিয়াতে অনেকেই পুতিন বাদে অন্য কোন নেতাকে কল্পনা করতে পারেন না৷ জেসফ স্ট্যালিনের পর তিনিই রাশিয়ার রাজনীতিতে দ্বিতীয় নেতা যিনি দীর্ঘ প্রায় দু’দশক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে৷ এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য সাত জন মনোনয়ন জমা দিয়েছেন৷ কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেউই সাত থেকে আট শতাংশের বেশি ভোট পাবে না৷
খবর২৪ঘণ্টা.কম/রখ