খবর২৪ঘণ্টা.ডেস্ক: একশো টাকার সিমকার্ড বিকোচ্ছে পাঁচশো টাকায়। আর তাই কিনতে হুড়োহুড়ি। ক্রেতাদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে বাংলাদেশি পর্যটক। কারণ, এই সিমকার্ড কিনতে লাগে না কোনও পরিচয়পত্র ও বা আধার কার্ড।
এভাবেই মধ্য কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিটে দিনের পর দিন বেআইনি ‘প্রি-অ্যাকটিভেটেড’ সিমকার্ড বিক্রি হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের মাথা আমজাদ আলিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০টি সিমকার্ড। ইতিমধ্যে ক’জন বাংলাদেশিকে সে সিমকার্ড বিক্রি করেছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, নিউ মার্কেট থানা এলাকার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল লাগোয়া ঘরে আমজাদের মোবাইলের দোকান। সেখান থেকেই বিক্রি হচ্ছিল ‘প্রি অ্যাকটিভেডেট’ সিমকার্ড।
পুলিশের কাছে খবর ছিল, সে বিভিন্ন লোকের পরিচয়পত্রের জেরক্স কপি জোগাড় করত। যাঁরা আইন মেনে সিমকার্ড নিতেন, তাঁদের পরিচয়পত্রের কপির নকল বের করত আমজাদ। এছাড়াও হোটেল থেকে জোগাড় করত পরিচয়পত্রের জেরক্স। সেগুলি ব্যবহার করেই কয়েকটি সংস্থা থেকে ‘প্রি-অ্যাকটিভেটেড’ সিমকার্ড জোগাড় করত সে। বাংলাদেশি পর্যটকদের মধ্যে অনেকেই এসে সিমকার্ড চাইতেন। তাঁদের কাছে চড়া দামে সেগুলি বিক্রি করত আমজাদ। এ ছাড়াও তার বিক্রি করা সিমকার্ড কোনও অপরাধে ব্যবহার করা হতে পারে, এমন সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। বহু অপরাধ, এমনকী, জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রেও পুলিশ দেখেছে যে, ‘প্রি-অ্যাকটিভেটেড’ সিমকার্ড ব্যবহার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জেরা করে এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/জন