খবর২৪ঘণ্টা.কম: চট্টগ্রামের ‘বন্দুকযুদ্ধ’ ‘ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামেই একাধিক মামলা থাকার কথা বলেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
জানান পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। ব্যক্তির নাম নাসির হোসেন মামুন (৩৫)। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি দুলাল মাহমুদ।
ওসির ভাষ্য, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বারাসত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের আগে দুপুরে নাসির গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি ও অস্ত্রের ১৮টি মামলা রয়েছে। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। নাসিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে নাসিরকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানে হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন