খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- ভ্যানচালক খোকন ও আরিফুল ইসলাম। শুক্রবার সকালে মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম বলেন, শুক্রবার সকালে খুলনা থেকে মেশিনারিজ নিয়ে চট্টগ্রামতে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক খোকন ও আরিফের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।