খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়ন এলাকায় আরমান (২৫) নামে এক ধর্ষণকারীর সঙ্গে র্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। র্যাব-৭ সূত্র জানায়, জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আরমান। পরে আরমানের সঙ্গে র্যাবের টহল দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ মরদেহ, একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি ও নয়টি খালি খোসা উদ্ধার করে র্যাব-৭ এর টহল দল।
খবর২৪ঘণ্টা, জেএন