খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করে নতুন মাত্রা যোগ করতে চায় সরকার। জানালেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। অচিরেই এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
আজ রোববার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের আগ্রাবাদের সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ৭টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রথম নদীর তলদেশের টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজের ৪৮ শতাংশ অগ্রগতি হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন