খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গত কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি মাটির ঘর ধস পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মমতাজ বেগম (৫০) ও তার মেয়ে পান্না বেগম (২৭)।
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. আবদুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ