খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে ছিনতাইকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। এতে চিহ্নিত ছিনতাইকারী আসলাম হোসেন ওরফে ইমন ওরফে আলমাছ গুলিবিদ্ধ হয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এ ছাড়া পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপান সংবাদের ভিত্তিতে রাতে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ডাকু আসলাম হোসেন ওরফে ইমনকে গ্রেফতারের জন্য মহানগরীর বোস ব্রাদার্স মোড়ে অভিযানে যায় পুলিশ। এ সময় আসলাম বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থলে ডাকু আসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন