চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীতে অভিযান চালিয়ে ৭৭০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- নুর বশর, হোসেন আহমেদ, ইমাম হোসেন, মো. মনির এবং মংডু তঞ্চ্যঙ্গা। তাদের কাছ থেকে ৭৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ