নিজস্ব প্রতিবেদক :
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতালে রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় জনজীবনে কোন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের ন্যায় এদিনও রাজশাহীর যানবাহন চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিলো। রোববার সকাল থেকেই নগরী কর্মচঞ্চল ছিল। স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস যথারীতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোও ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। রাজশাহী বাস টার্মিনাল ও রেল স্টেশন থেকে যথা নিয়মে বাস ও ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন ধরণের অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম
গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। এদিন সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলে। রোববার সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সবাইকে হরতাল পালন করা এবং কম সময়ের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানানো হয় সরকারের কাছে। এছাড়া রাবির মেইন গেটের সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তারে সেখান থেকে
হটিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হরতাল চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীতে অন্যান্য দিনের ন্যায় যানবাহন ছিল চোখে পড়ার মতো। স্কুল-কলেজ ও মাদ্রাসায় ক্লাস হয়ে যথারীতি। বাস ও ট্রাক ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। হরতালে যাতে কোনো অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলো। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অর্ধদিবস হরতাল চলে। এদিকে, রাজশাহীর ৯ টি
উপজেলাতেও হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি বলে খবর পাওয়া গেছে। সকাল থেকেই উপজেলাগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বিভাগীয় শহর রাজশাহীর সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট।
এস/আর