গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর বাংলাদেশ এর উপ-পরিচালক (বাজেট) শেখ মোঃ রায়হান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট নবাবগঞ্জ পিটিআই রুহুল আমিন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবুল আক্তার, সুশান্ত চন্দ্র বর্মন প্রমুখ। প্রসঙ্গত এ সমন্বয় সভায় উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর