গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বোয়ালিয়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, স্থানীয় ভাবে সংবাদ পেয়ে শুক্রবার সকালে বোয়ালিয়া এলাকার একটি আম বাগান থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যুবকটি
বোয়ালিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সায়েম আলী পালাশ (১৭) পেশায় সে রাজমিস্ত্রী বলে জানা গেছে। সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আর/এস