গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যানবাহন নিয়ন্ত্রনে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় গোমস্তাপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাজপত্র পরীক্ষা, অবৈধ যানবাহন চিহ্নিত করন ও অতিরিক্ত যাত্রীবহন রোধে কাজ করে। এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, ওসি (তদন্ত) শামিম হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আনিশুর রহমান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ। অভিযানে দুপুর পর্যন্ত বেশ কিছু যানবাহনকে জরিমানা ও আটক করা হয়। এদিকে মহামারী করোনা ভাইরাস রোধে পুলিশ জনসচেতনতা সৃষ্টির লক্ষে রহনপুর পৌর এলাকার মহল্লায় মহল্লায় গিয়ে মাইকে প্রচার করে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।