গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭০) এর দাফন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার দুপুরে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামের মৃত হযরত আলী ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও পুলিশ প্রশাসনের পক্ষে গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।