গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাতলামির অভিযোগে এক গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বোয়ালিয়া ইউপি ভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই গ্রাম পুলিশ বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সৈবুর রহমান (৫৫)। বোয়ালিয়া ইউপি সচিব রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে ওই গ্রাম পুলিশ মদ্যপ অবস্থায় ইউপি
ভবনে এসে তার ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামালের সাথে চরম দূর্ব্যবহার করে। তার আচরণে অতিষ্ঠ হয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা নিয়ে যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান, আটককৃত ওই গ্রাম পুলিশের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে।