গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি অভিযানে ২২৪৩ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। বুধবার রাতে উপজেলার দুটি স্থান থেকে তা উদ্ধার করা হয়। ১৬ বিজিবি বিভিষণ কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ুন কবির জানান, বিভিষণ বিওপির একটি টহল দল গত বুধবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে রাধানগর ইউনিয়নের তেঘরিয়া বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ বোতল ফেন্সিডিল
আটক করে। এ ছাড়া চাড়ালডাঙ্গা বিওপি সদস্যরা রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মাদাপুর নামক স্থান থেকে ৬৪৩ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর